মাহমুদউল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন
- By Jamini Roy --
- 08 October, 2024
বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা তিনি ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দিয়েছেন।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের পর থেকেই তাঁর অবসর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে, ৩৯ বছর বয়সের দিকে যাত্রা করা মাহমুদউল্লাহ নিশ্চিত করেছেন যে, ভারত সিরিজ শেষে তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হবে। তিনি বলেছেন, “হ্যাঁ, সত্যিই আমি এই সিরিজের শেষ ম্যাচেই অবসর নিতেছি।”
মাহমুদউল্লাহ ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করেন এবং এরপর থেকে ১৩৯টি ম্যাচ খেলে ২,৩৯৫ রান সংগ্রহ করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১১৭.৭৪ এবং গড় ২৩.৪৮। এছাড়া, তিনি বল হাতে ৪০ উইকেটও নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।”
মাহমুদউল্লাহ ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন, এবং সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে এবারের অবসরের ঘোষণায় কোনো নাটকীয়তা নেই, বরং এটি অনেকটা পূর্বনির্ধারিত ছিল।